ধনবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
রাম চন্দ্র ঘোষ
টাঙ্গাইল জেলা বিশেষ প্রতিনিধি
অবৈধভাবে বালু উত্তোলন করে মারাত্মক ভাবে পরিবেশ বিপর্যয়ের অপরাধে ধনবাড়ী উপজেলা নির্বাহী প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন
ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইন- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৬নং ধারা অমান্য করার কারণে ১৫ ধারায় ৫০০০/ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৯০ অনুযায়ী ১০০০০ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান এর নের্তৃত্ব এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন।
ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, যত দিন ধনবাড়ীতে আছি তত দিন কোন প্রকার কোন প্রকার অন্যয় মেনে নেওয়া হবে না। প্রশাসন সকল প্রকার অপরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে অতিদূত ব্যবস্থা গ্রহনের জন্য স্বাগতম জানান ধনবাড়ী উপজেলার সচেতন মহল।