টানা পঞ্চমবারের মতো মনোনয়নপত্র জমা দিলেন ড.মো.আব্দুর রাজ্জাক
মোহাম্মদ ইমাম হাসান (সোহান) ধনবাড়ী,থানা, প্রতিনিধি
আজ ৩০/১১/২০২৩ইং রোজ বুধবার টানা পঞ্চমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী টাঙ্গাইল- ১ আসনে (মধুপুর-ধনবাড়ী) ড. মো.আব্দুর রাজ্জাক
মধুপুর এবং ধনবাড়ী উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারদের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল এগারোটার দিকে মধুপুর উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়ে ধনবাড়ীতে আসেন। ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ অফিসে বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকেই অপেক্ষামান ছিলেন। ড.মো.আব্দুর রাজ্জাক আওয়ামীলীগ অফিসে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য সম্পন্ন করে বিশাল মিছিল নিয়ে ধনবাড়ী উপজেলা পরিষদের দিকে রওনা হন। এই সময় আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ মিছিলে শামিল হয় । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন এর নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী শামছুন্নাহার চাপা সঙ্গে ছিলেন ।