চলনবিলে সিংড়ায় নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
এনামুল হক-বিভাগীয় প্রতিনিধি:
নাটোরের সিংড়ার আত্রাই নদীতে গান ও বৈঠার তালে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকালে (১৫ সেপ্টেম্বর) চলনবিলে এ নৌকা বাইচ উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
এ সময় নৌকা বাইচ দেখতে নদীর দু-পাড়ে হাজারও মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকে দর্শনার্থীরা। অনেকে পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ উপভোগ করতে এসেছেন। বাড়িতে জামাই-মেয়ে ও আত্মীয়-স্বজনদের নিয়ে এক মিলন মেলায় পরিণিত হয়। বাড়িতে বাড়িতে চলছে পিঠা-পায়েসসহ নানা পদের খাবারের আয়োজন। বাড়ির বৌ-ঝিয়েরা কাজ শেষ করে নদীর পাড়ে জমে বসেছেন। আনন্দ ও উল্লাসে মেতে উঠেন তরুণ ও তরুণীরা।
চলনবিল নৌকাবাইচ উৎসব বাঘাবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত ছোট-বড় নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চলনবিল নৌকাবাইচ উৎসবের আমেজ নেই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান, চলনবিল নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় মিলে প্রায় অর্ধতাধিক নৌকা অংশগ্রহণ করছে। পুরো চলনবিলেরর মানুষ উৎসবে মেতেছেন। নদীর দু-পাড়ে মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্নস্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন।
এ নৌকা বাইচ উৎসবে প্রতিয়োগিতায় বিজয়ী দল জয় এক্সপ্রেসকে ১৬৫ সিসি একটি মোটরসাইকেল দেয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে বড় ফ্রিজ ও টেলিভিশন উপহার দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, প্রমুখ।