1. admin@dailybijoysongbad.com : admin :
  2. asanurhossain23@gmail.com : Bijoy Songbad : Bijoy Songbad
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

কাশিমপুরে তিতাস গ্যাস নিয়ে চলছে হরিলুট

দৈনিক বিজয় সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

 

বিল্লাল হোসেন সাজু রিপোর্টার গাজীপুর

গাজীপুর কাশিমপুরে তিতাস গ্যাস নিয়ে  চলছে হরিলুট ধ্বংস হচ্ছে মহামূল্যবান রাষ্ট্রীয় সম্পদ রাজস্ব আদায় থেকে বঞ্চিত সরকার। কালে ভাদ্রে সচেতন মহলের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  তিতাস কর্তৃপক্ষ  অভিযান পরিচালনা করলেও অজ্ঞাত কারণে অদৃষ্যতায় তা পুনরায়  চালু করা হয়। এরই ধারাবাহিকতায়   কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের হাজী মার্কেট পুকুরপাড় এলাকা সহ বিভিন্ন জায়গায় পুনরায় গ্যাস সংযোগ স্থাপন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় অসাধু একটি চক্রটি। নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক ব্যক্তিবর্গগণ জানান  এলাকাটিতে প্রায় সব বাড়িতে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে । স্থানীয় সূত্রের বরাতে আরো জানা যায় স্থানীয় গ্যাস দালাল চক্র সংযোগ স্থাপনকারীদের পরস্পর  সহযোগিতায় রাতেই তড়িগড়ি করে বিচ্ছিন্ন সংযোগ লাইন পুনরায় সংযোগ স্থাপন করেছে। সাধারণ মানুষের প্রশ্ন  এই যে অবৈধ সংযোগ  স্থাপন করে অবৈধ লাইন চালিয়ে দেওয়া হয়েছে, তার জন্য  দায়ী কে ? জ্ঞানীদের উত্তর মিলানো বেশ কঠিন হলেও ভেতু -বাঙালির  ভাষ্য অনুযায়ী দায়ী করছেন গ্যাস  কর্তৃপক্ষের নানান মুখী পুরনো অকেজু  পদক্ষেপ যা আধুনিক ব্যবস্থার অমিল,  কখনো কখনো দায়ী/ প্রশ্নবিদ্ধ  করছেন স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারীর  নীরবতা কারন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর